শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: একই ব্যক্তি করোনা ভ্যাকসিনের ভিন্ন দুই ধরনের ডোজ গ্রহণ করলে তাতে ভালো ফল মিলছে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় প্রমাণ মিলেছে। ফাইজারের দুই ডোজ, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ অথবা দুই ধরনের ভ্যাকসিন এক ডোজ করে নিলে তা শরীরে কেমন ফল দিচ্ছে তা পরীক্ষা করে দেখেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাতে প্রতেক্যটিতেই ভালো ফল মিলেছে। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণার ফল নিশ্চয়ই বিশ্ববাসীর জন্য স্বস্তিদায়ক। টিকাকরণে এই জ্ঞান খুবই কাজে দেবে। যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর জনাথন ভ্যান-ট্যাম বলেছেন, ‘বর্তমানে যুক্তরাজ্যে যেভাবে একই ধরনের ভ্যাকসিন প্রয়োগ চলছে তাতে পরিবর্তন আনার কোনো কারণ নেই। টিকাদান কার্যক্রম খুবই সফলভাবে চলছে। আমাদের পর্যাপ্ত টিকা আছে। টিকা করোনা থেকে মানুষের জীবন রক্ষা করছে।’
তার মতে, গবেষণার ফল ভবিষ্যতে কাজে আসতে পারে। এবং এটি নিয়ে ভেবে দেখা যেতে পারে। তিনি বলেছেন, ‘ভিন্ন দুই ধরনের টিকা প্রয়োগ আমাদের স্বস্তি দিতে পারে। টিকাদান কার্যক্রম আরো বেগবান করতে পারে। বিশেষ করে যেসব দেশে টিকার ঘাটতি আছে সেসব দেশের জন্য কার্যকরী হতে পারে।কিছু কিছু দেশে ইতোমধ্যে দুই ডোজে ভিন্ন ভিন্ন টিকা দেয়া হচ্ছে। স্পেন ও জার্মানিতে দ্বিতীয় ডোজে তরুণদের ফাইজার অথবা মডার্না এমআরএনএ ভ্যাকসিন দেয়া হচ্ছে। তারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েছেন।