ঘোষণায় বলা হয়, কারফিউ চলাকালীন খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা কারফিউ চলাকালীন বন্ধ থাকবে। এ ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ থাকবে। রাত ৯টা থেকে বন্ধ থাকবে সব গণপরিবহন। একত্রে পাঁচজনের বেশি মানুষ জড়ো হতে পারবে না। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে শুক্রবার নতুন করে ৯ হাজার ২৭৬ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৭২ জন।