1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানোরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সহকারী শিক্ষক জাহেদ আহমেদর সভাপতিত্বে ও মো.ইমদাদুল হক ইমন এবং ফারুক আহমেদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক তৌফিকুল ইসলাম আবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মঞ্জু লাল দে, আব্দুল শাকুর খান, কায়েদে আজম, আতাউর শামীম, মীর মুহিবুর রহমান, বদরুল ইসলাম, বদর উদ্দিন, মনির উদ্দিন, নুরুল ইসলাম, এমরান হোসেন নামুন, লায়েক আহমেদ, মানিক দেব নাথ, সুয়েব আহমেদ চৌধুরী, সায়েরা বেগম, কুলসুমা বেগম, জুবের আহমেদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক জামিল আহমেদ ও গীতা পাঠ করেন মিলন কান্তি দাস।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. জাহেদ আহমদ, সুহেব আহমদ চৌধুরী, ফারুক আহমদ, মো. ইমদাদুল হক ইমন, অলিদ আহমদ, মো. সাবলু মিয়া, মিলন কান্তি দাশ, তুহিন আহমদ, অরুন চন্দ্র দে, রিপন দাস, আহসান মালেক, প্রবির দাস, মো. তৌফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, সল্লব বিশ্বাস, হাজী আব্দুল মজিদ, নিজন দে, জুবের আহমদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ সুজন, অমিতাভ দে, শুভ রঞ্জন দে, সৌরভ নাথ, ইকবাল হোসেন, সুমি পারভীন চৌধুরী, ফৌজিয়া ইসলাম ও বুশরা জান্নাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নতি করতে হলে সবার আগে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। দশম গ্রেড বাস্তবায়ন করা হলে সহকারী শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা হবে। তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..