সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা বলেছেন, কুলাউড়ায় নির্বিঘেœ শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে। মন্দির পাহারার পাশাপাশি দুস্কৃতিকারী যাতে শান্তিপ্রিয় এ উৎসবে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকেও সজাগ থাকবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে স্টেশন চৌমুহনীস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল হোসেন খান, প্রচার সম্পাদক শেখ মো. শহীদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ বাপ্পু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু প্রমুখ।
পরে নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের কালীবাড়ি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি নেতা আবেদ রাজা।