রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাসিলিয়ায় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। বাকি দুই গোল আসে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিকের পা থেকে।
বল পজেশন কিংব আক্রমণে ব্রাজিলের ধারেকাছেও ছিল না পেরু। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময়ে বল নিজেদের দখলে রেখে আক্রমণে যায় ব্রাজিল। অবশ্য প্রথম গোল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তারকা ফুটবলার রাফিনহা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।
বিরতি থেকে ফিরে আরও বেশকটি আক্রমণ করে ব্রাজিল। যার ফলশ্রুতিতে ম্যাচের ৫৪তম মিনিটে ফের ভুল করে বসে পেরু। দ্বিতীয় দফায় পেনাল্টি পায় ব্রাজিল। এবারও স্কোরশিটে নাম তোলেন রাফিনহা। ২-০ গোলে পিছিয়ে পড়ে রীতিমত দিশেহারা হয়ে পড়ে পেরু। তবে, কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না দলটি। উল্টো ম্যাচের ৭১ ও ৭৪তম মিনিটে আরও দুই গোল হজম করলে বড় হার নিশ্চিত হয় দলটির। এই দুই গোল করেন আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিক।
এরপর আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি পেরু। যার ফলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চারে সেলেসাওরা। আর ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এর আগে, ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৬-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেন তারকা ফুটবলার লিওনেল মেসি।