শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলার সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না দুর্নীতিকে একটি সোশ্যাল ডিজিজ আখ্যায়িত করে বলেছেন, বর্তমান সরকারের প্রথম এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। অনেক দুর্নীতিবাজ দুর্নীতি কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসে, তারা দুর্নীতি করেনি মর্মে। সার্টিফিকেট নেয়ারা এখন পালিয়ে আছে এবং দেশে থাকতে পারছেন না। দুর্নীতি সরাতে আমলারা সবচেয়ে বেশী দায়িত্ব পালন করতে হবে।
এসময় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, সিলেটের অতিরিক্ত কমিশনার কে.এম আলী আজম সহ অন্যন্যরা।
এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।