শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : “আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় এসে গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট, পোস্টার ও স্টিকার।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলের নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দরা।