সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
ডেস্ক রেপোর্ট : চট্টগ্রাম: আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডায় দেলোয়ার নামের এক চায়ের দোকানিকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করেছে নাসির (৬০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে সেনাবাহিনী আটক করেছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে আনোয়ারা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার বৈরাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, নাসির নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে।
তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।