সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগরে টিএলটিএন প্রকল্প, আইডিই বাংলাদেশ সিলেটের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লা আল আমিন, উপজেলা পরিকল্পনা অফিসার ডা. শাহরিয়ার কবির, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রিপন দেব, উপজেলা মাধ্যমিক অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা মৎস অফিসার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি, সাংবাদিক, কৃষক, ব্যবসায়ী ও আইডিই বাংলাদেশ প্রকল্পের ফিল্ড টিমলিডার শাহ মামুনুল আহাদ, এ্যাডমিন ম্যানেজার ফারজানা চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।