সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
মোঃ ফাহাদ আহমদ: মৌলভীবাজারে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোররাতে ঐ আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশ জানতে পারে খলিলপুর ইউপির চাঁনপুর এলাকায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী অবস্থান করছে। তাৎক্ষণিক ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে এএসআই সোহাগ মিয়া সহ সঙ্গীয় একটি পুলিশের দল চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে- গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সদর উপজেলার খলিলপুর ইউপির চাঁনপুর এলাকার নওশাদ মিয়ার পুত্র হোসেন মিয়াকে (২৩) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- গ্রেফতারকৃত আসামী হোসেন মিয়ার বিরুদ্ধে সদর মডেল থানায় জিআর ৯৮/২৪ এর পরোয়ানা রয়েছে। মামলার পর থেকে সে পলাতক জীবন যাপন করে আসছিলো। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।