সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোটার: আজ বৃপষ্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার কর্তৃক মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী ক্রিকেট ম্যাচ -২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মিজানুর রহমান শরীফ,ক্রীড়া অফিসার,পরিদর্শক,জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে দেশ গড়ার লক্ষ্যে। এই গণমাধ্যম আমাদের মানুষের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করে জনমত তৈরিতে সহায়তা করে। মাদক–চোরাচালান বন্ধে সেই গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।