সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সালেহ আহমদ: চব্বিশ’র গণঅভ্যুত্থ্যানের অর্জন ধরে রাখা, জেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুাষ্টত।
আজ বিকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা। মতবিনিময়কালে গণমাধ্যকর্মীরা চব্বিশ’র গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখা। সমস্যা ও সম্ভাবনাময় বিষয় নিয়ে কথা বলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন- যোগদানের মাত্র এই দুই মাস হয়েছে। এরই মধ্যে প্রায় ৬০ একর অবৈধ জমি উদ্ধার করেছেন। অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়ে উত্তোলন বন্ধ রেখেছেন। সরকার আমাকে পাঠিয়েছে জনগণের কাজ করার জন্য। আপনারা আমাকে যে কোনো সমস্যা হলে জানাবেন। এজেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়’র অবকাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়াও রিসোর্ট,মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কাবিলসহ জেলার বিভিন্ন স্পটকে আরও আধুনিকায়ন করতেও কাজ করছেন বলে জানান।
প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় অনুষ্টনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, দীপ্ত টিভি’র প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, বাংলাভিশন ও জনকণ্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, এনটিভির স্টাফ করসপনডেন্ট এস এম উমেদ আলীম,ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দৈনিক দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, দৈনিক রূপালী বাংলাদেশ এর রিপোর্টার শাহজাহান মিয়া, দৈনিক মৗমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার দুরুদ আহমদ, মানবজমিন’র স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, আব্দুল বাছিত বাচ্চু, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক নব চেতনা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক মৗমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সালেহ আহমদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, আবদাল মাহবুব কোরেশী, যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
মতবিনমিয় অনুষ্টানে শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সাংবাদিকরা।