1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চান মাহফুজ

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা: বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি চালানোর জন্য যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (০৪ ডিসেম্বর) তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে তিনি এ সহায়তা চান।

উপদেষ্টা মাহফুজ বলেন, পাচার হওয়া টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।

সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপদেষ্টা বলেন, এটি আমাদের বিপ্লব। আমাদের এটি রক্ষা করতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আদর্শ ছিল মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না। সুতরাং এ বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত। দেশের জনগণ সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করেছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..