1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর আল জাজিরার।

মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলায় আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ভবনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে, ভূমিধস সৃষ্টি করে এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো বিকল করে দেয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ক্যাটি গ্রিনউড বুধবার বলেন, কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দুইশর বেশি বাসিন্দা আহত পোর্ট ভিলার প্রধান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভানুয়াতুতে ২০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা কানাডীয় সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা ।

তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং টার্মিনালের কাছে একটি বড় ভূমিধসের নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারে। আমরা জানি, এ পর্যন্ত ওই এলাকায় ছয়টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দেশটিতে চিকিৎসা ও উদ্ধার দল পাঠানোর ঘোষণা দিয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..