শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনেরো হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন হারেছে। তারই অংশ হিসেবে ১৭ ও ১৮ ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার মৌলভীবাজারে বড়লেখায় উপজেলার আশা দক্ষিণভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্রে, , ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশা জুড়ি অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার জনাব মো. মাহবুবুর রহমান এতে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক জনাব, আসুক আহমদ, দক্ষনভাগ ব্রাঞ্চ ম্যানেজার, জনাব বকুল চক্রবর্তী। স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ, ডা তানজিলা চৌধুরী এবং সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন । দিনব্যাপি আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ৫-১৬ বছর বয়সী কিশোর কিশোরিদের বিনামূল্যে কৃমিনাশক ঔষব অওরাণে করা হয়। আশা কর্পোরেট সোশ্যাল রেসপকসেবিলিটি (ask) ফকার্টথ্রুমের আওতায় বছরে বায়েক নলক্ষ্য মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ মোকাবেলায় ত্রান ও বিভিন্ন সেবা দিয়ে আসছে ।