1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নতুন বছরে এমবাপ্পের প্রত্যাশা ‘অনেক শিরোপা’

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : এমনভাবেই বছরটা শেষ করতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেভিয়ার বিপক্ষে গতকাল বক্সের বাইরে থেকে নজরকাড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।
রিয়াল মাদ্রিদও বছর শেষ করে ৪-২ গোলের জয় দিয়ে।

দুয়ারে কড়া নাড়ছে ২০২৫ সাল। নতুন এই বছরটি অনেক শিরোপা বয়ে আনবে বলে প্রত্যাশা করছেন এমবাপ্পে। মাঝখানে কিছুটা ছন্দ হারালেও সবশেষ পাঁচ ম্যাচে চার গোল এসেছে তার কাছ থেকে। সেই ফর্ম ধরে রেখেই নতুন বছরের শুরু করতে চান এই ফরোয়ার্ড।

সেভিয়া ম্যাচের পর তিনি বলেন, ‘আমি জানি, আমি আরও গোল করতে পারি, আরও অনেক কিছু দিতে পারি। শেষ কয়েকটি ম্যাচে ভালো খেলেছি আমি। বিলবাও ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু খুঁজে পেয়েছি। পেনাল্টি মিস করার পর বুঝতে পেরেছিলাম এই জার্সির নিজের সর্বস্বটা দিতে হবে এবং ব্যক্তিত্ব নিয়ে খেলতে হবে। ’

‘নতুন বছরে রিয়াল মাদ্রিদ সমর্থক ও তাদের পরিবারের জন্য কেবল ভালোই চাইতে পারি আমি। ব্যক্তিগত জীবনেও ভালো কিছু হোক, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে চাই, বছরটি ২০২৪ সালের চেয়েও ভালো হবে। আশা করি, ২০২৫ সালে অনেক শিরোপা, আজকের (গতকাল) মতো এমন অনেক পারফরম্যান্স আসবে। ’

এদিকে, শীতকালীন বিরতি কাটিয়ে আগামী ৩ জানুয়ারি তলানির দল ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..