রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচরে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও সুপারী গাছের চারা রোপন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ চারা রোপন করেন।
তিনি প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নির্মিত প্রথম পর্যায়ের ঘর পরিদর্শন ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরামর্শ দেন এবং আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী বাড়ির চত্বরে ৫০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত ও অনান্য কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।