রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভার কর কর্মকর্তা মো: ওয়ালিউর রহমান ও তার দুই মেয়ে সন্ত্রাসী কতৃক হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১৫ জানুয়ারি বুধবার পৌর কর কর্মকর্তা মো: ওয়ালিউর রহমান তার দুই মেয়েকে নিয়ে সকাল ৯ ঘটিকায় স্কুলে যাওয়ার সময় ক্লাব রোডস্থ এই হামলার শিকার হন। পরবর্তীতে তাদেরকে আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
হামলার শিকার মো: ওয়ালিউর রহমান বলেন , পূর্ব শত্র“তার জের দরে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা আমার দুই মেয়ে সহ আমার উপরে হামলা করে। কিন্তু আমাদের চিৎকারের আওয়াজে পথচারীরা চলে আসলে আমাদেরকে আহত অবস্থায় ফেলে রেখে সত্রাসীরা পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন , এ ব্যাপারে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।