1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হতাশ কিরন, সাবিনাদের মন গলেনি

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বৃটিশ কোচ পিটার বাটলারের অপসারণ চেয়ে বাংলাদেশের নারী ফুটবলাররা গতকালও অনুশীলনে যোগ দেননি। তারা তাদের অবস্থানে রয়েছেন। কোচ হিসেবে পিটার বাটলার থাকলে সাবিনা, সানজিদা, নীলা, মাসুরা পারভীন, মাতসুসিমা সুমাইয়া, কৃষ্ণা, সামসুন নাহার, মনিকারা অনুশীলনে না যাওয়ার অবস্থানে রয়েছেন। অধিনায়ক সাবিনার নেতৃত্বে ১৮ ফুটবলার ইংলিশ কোচ পিটার হটাও বিদ্রোহে অনুশীলন বন্ধ রেখেছেন।
বুধবার এ দাবিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দিয়েছিলেন বিদ্রোহী ফুটবলাররা। এক দিনও সময় না দিয়ে ২৪ ঘণ্টার কম সময়ে সংবাদ সম্মেলন করে কোচের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান খেলোয়াড়রা। গতকাল দুপুরে বাফুফে ভবনে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন কথা বলেছেন ক্যাম্পের শীর্ষ ফুটবলারদের সঙ্গে। কিরন সবাইকে অনুশীলনে নামার আহ্বান জানিয়েছেন। তাদেরকে বুঝিয়েছেন সবাই যেন দেশের ফুটবলের কথা ভেবে অনুশীলনে নামেন। নানাভাবেই বুঝিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়েছে কিনা জানাতে পারেননি কিরন।
দেশের নারী ফুটবল ভবিষ্যৎ, আগামী প্রজন্ম কথা, যা কিছু বলা দরকার সবভাবেই বুঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কোনো কথাই খেলোয়াড়দের মনে ধরেনি। খেলোয়াড়দের একটি সূত্রে জানা গেছে, তারা সাবিনা খাতুনের দিকে তাকিয়ে আছেন।
ফুটবল ভবনের চতুর্থ তলায় নারী ক্যাম্প। বারান্দা থেকে নিচে সংবাদমাধ্যমকে দেখলেই খেলোয়াড়রা দ্রুত সরে গেছেন। দেশ জুড়ে নারী ফুটবলারদের নিয়ে সমালোচনা হচ্ছে। কোচের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা কতটুকু যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য তা নিয়ে সমালোচনা হচ্ছে। ফুটবল পৃথিবীর কোথাও এমনটি হয়নি যে কোচের টেকনিক্যাল বিষয় নিয়ে আপত্তি তুলে কোচ বাদ দেওয়ার আন্দোলন করেন খেলোয়াড়রা। ৩ পৃষ্ঠার অভিযোগ নামা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানান মেয়েরা ৩ পৃষ্ঠার পত্রে যদি শ্লীলতাহানির কোনো অভিযোগ লিখতেন এবং সেটার প্রমাণ রয়েছে। তাহলে আমরা কোচকে কোনো কথা বলার আগেই মেরে পাঠিয়ে দিতাম। মেয়েদের ফুটবল ভবিষ্যতের কথা মাথায় রেখে ২ বছরের জন্য চুক্তি করা হয়েছে।’
কোচ পিটার গতকাল সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১২ ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন। দুপুরে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের প্রশ্নে ৫৮ বছর বয়সী কোচ পিটার বলেন, ‘আমি পেশাদার কোচ। আমি কিছু তরুণ ফুটবলারদের নিয়ে অনুশীলন করেছি। বাকিরা কেন আসেনি আমার জানা নেই।’ ১৮ ফুটবলার পিটারকে চায় না-এমন প্রশ্নে পিটার বলেন, ‘আমার কোন আইডিয়া নেই। আগ্রহ নেই। আমি পেশাদার কোচ, শততার সঙ্গে কাজ করতে চাই। যারা আসেনি তাদের নিয়েও কোনো আগ্রহ নেই, আমি পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবছি। যারা বাংলাদেশের ফুটবলকে দিতে পারবে।’

ইংলিশ কোচ পিটার বাটলারকে নারী ফুটবলের দায়িত্ব দেওয়ার ১৫ দিনের মাথায় সমস্যা শুরু হয়। সিনিয়র ফুটবলাররা অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে মাহফুজা আক্তার কিরনের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন পিটার নিজ নিজ পজিশন বাদ দিয়ে অন্যান্য পজিশনে খেলাচ্ছেন। খেলা নষ্ট করছেন। কিরন বিষয়টি আমলে নিয়ে তখন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের কাছে তুললে সালাহউদ্দিন কোচের টেকনিক্যাল বিষয়টা অনুধাবন করে কোচকে কিছু বলেননি। কোচ তখন সব খেলোয়াড়কে যাচাই-বাছাই করছিলেন। কে কোন পজিশনে খেলতে পারদর্শী, সেটা দেখতে চেয়েছিলেন।
কিন্তু তিন-চার জন ফুটবলার সেটা নিয়ে আপত্তি তুলেছিলেন। এদের মধ্যে সিনিয়রদের সংখ্যাটাই বেশি। গত বৃহস্পতিবার খেলোয়াড়দের দেওয়া ৩ পৃষ্ঠার চিঠিতে বলা হয়েছে ‘বিশেষ করে দলের সিনিয়র সদস্যরা, ধারাবাহিক বৈষম্য এবং অন্যায় আচরণের শিকার হচ্ছেন।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..