শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : এবার এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্টে খেলবে পাঁচটি দল। টুর্নামেন্টটি বসবে ভারতে। আগামী ১০ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। যেখানে খেলবে বাংলাদেশের একটি দলও। তার নাম বাংলাদেশ টাইগার্স।
এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন একসময়ের দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হার্শেল গিবস। আর তার দলে খেলবেন সব শেষ বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর এই দলের আইকনিক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
টুর্নামেন্টটি আয়োজকদের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। যেখানে নিয়ম অনুসারে ড্রাফটে নিবন্ধিত খেলোয়াড়রাই দল পাবে। সেখানেই দল পেয়েছেন তামিম ও আশরাফুল। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন।
বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। এটি তাদের নিজেদের প্রথম ম্যাচ। এ ছাড়া ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।
একনজরে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম, অলক কাপালি।