শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও ধীরে ধীরে খেই হারিয়েছে টাইগাররা।
যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু অন্যপ্রান্তে উইকেট পতন ঠেকানো যাচ্ছে না।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ‘গ্রুপ-এ’র ম্যাচে কিউইদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে আসর শুরু করা বাংলাদেশের জন্য এটি টিকে থাকার লড়াই। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ এই ম্যাচ।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে তারা। সৌম্য সরকার ও তানজিম সাকিবের জায়গায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।
কিউইদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভালোই হয় বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান ও শান্ত মিলে তোলেন ৪৫ রান। ২৪ বলে ২৪ রান করে কিউই পেসার মিচেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে তানজিদ বিদায় নিলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।
এরপর তিনে নামা মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ১৩ রান করে বিদায় নিলে বিপদ বাড়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও পারেননি বিপদে হাল ধরতে। ২৪ বলের মোকাবিলায় ৭ রান করতে পেরেছেন তিনি। ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। দুটি ক্যাচই ধরেছেন কেন উইলিয়ামসন।
উইকেট পতনের মিছিল সেখানেই থামেনি। রানের গতিও ধীরে ধীরে কমতে শুরু করেন। প্রথম ২১ ওভারে ৮৬টি ডট দেন বাংলাদেশের ব্যাটাররা। অর্থাৎ ৬৮.২৫ শতাংশ বলে কোনো রান নিতে পারেননি তারা। বিপদ বাড়িয়ে ২৩তম ওভারে ব্রেসওয়েলের বলে স্লগ-সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম (২)।
২৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন শান্ত। এজন্য তাকে খেলতে হয়েছে ৭১ বল। ২৭তম ওভারে আসে আরও এক বড় ধাক্কা। এবার ব্রেসওয়েলের অফসাইডের বাইরের বল ডাউন দ্য ট্র্যাকে তুলে মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে শর্ট থার্ডম্যানে থাকা উইলিয়াম ও’রর্কের হাতে জমা হয়। দলীয় ১১৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।