1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জীবিত খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রোববার বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে এক অদ্ভূত কাণ্ড ঘটে গেছে। সাবেক এক ফুটবলারের মৃত্যু হয়েছে ভেবে নিয়ে প্রথম সারির ক্লাব আরদা কারজালির ফুটবলাররা রোববার মাঠে নামার আগে এক মিনিট নীরবতাও পালন করে।  পরে জানা গেছে, সেই ফুটবলারের মৃত্যু হয়। এ ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে।  বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব আরদা কারজালির কর্মকর্তারা যে কোনোভাবেই হোক জেনেছিলো, তাদের সাবেক ফুটবলার পেতকো গানশেভ মৃত্যুবরণ করেছে।
যে কারণে রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে পেতকো গানশেভের জন্য এক মিনিট নীরবতা পালন করেছিলো আরদা কারজালির ফুটবলাররা।
বুলগেরিয়ান লিগে রোববার মুখোমুখি হয়েছিলো আরদা কারজালি এবং লেভস্কি সোফিয়া।
ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে দুই দলের ফুটবলাররাই গোল হয়ে দাঁড়ান।
পেতকো গানশেভের সম্মানে তারা মাথা নিচু করে এক মিনিটের নীরবতা পালন করেন।
এরপর ম্যাচও শুরু হয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে আরদা কারজালি ভক্ত-সমর্থকদের জানিয়ে দেয়, পেতকো গানশেভের মৃত্যুর বিষয়ে তাদের কাছে ভুল তথ্য এসেছিলো।
ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ, তার পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম।
আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’ ম্যাচটি শেষ হয় ১-১ গোলে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..