সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয়ে মাস জুড়েই ব্যস্ততা রয়েছে তার। ২০১২ সালে একটি প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। এরপর থেকে বিভিন্ন টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং রুপালি পর্দায় সরব উপস্থিতি দেখা যায় এই অভিনেত্রীর। এবারও ঈদে একগুচ্ছ নাটক নিয়ে হাজির হবেন তিনি। সমসাময়িক নানা প্রসঙ্গে যায়যায়দিনের মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় ছিলেন এম. আর রবিউল।
কেমন আছেন?
কয়েক দিন ধরে অসুস্থ ছিলাম। তাই শুটিং করিনি মাঝে কয়েকদিন। এখন শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে লাইট-ক্যামেরায় ফিরেছি। হাতে অনেক কাজ। এগুলো শেষ করতে হবে।
ঈদের শিডিউল কত দিন পর্যন্ত চূড়ান্ত হয়ে আছে?
ঈদের নাটকের কাজ শুরু করেছি বেশ আগেই। শিডিউল ছিল চাঁদ রাত পর্যন্ত। কিন্তু অসুস্থতার কারণে কাজে ব্যত্যয় ঘটল। বুঝতে পারছি না পরিশেষে কী হবে।
এবারের ঈদে আপনাকে কতগুলো নাটকে দেখা যেতে পারে? বরাবরের মতো এবারও ঈদে অনেকগুলো নাটক নিয়ে হাজির হওয়ার কথা। নতুন, পাশাপাশি আগে অভিনয় করা কিছু নাটক প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ডজন খানেকের বেশি তো হবেই।
সম্প্রতি কী কী কাজ করেছেন?
মেহেদী হাসানের রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় ‘জামাই বউ ব্লগার’, সুব্রত সঞ্জীবের ‘ইচিক দানা’, মেজবাহ উদ্দীন সুমনের রচনায় শাকিল পরিচালনা করেছেন ‘টোনাটুনির সংসার’, জুয়েল এলিনের গল্পে জিয়াউদ্দিন আলম পরিচালনা করেছেন ‘খুচরা পাপী’। এই মুহূর্তে সবগুলোর নাম মনে পড়ছে না।
নাটকের গল্পগুলো কেমন মনে হয়েছে? গল্প এবং চরিত্রের প্রতি এখন আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছি। নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি মনে করি। কারণ দর্শক গল্পটাই আগে খোঁজেন। এরপর চরিত্রে নিজের অভিনয় করার সুযোগটা কেমন আছে তাও ভেবে দেখি। এরপর সব মিলিয়ে ব্যাটেবলে মিলে গেলে কাজ করি। ঈদের নাটকের গল্পগুলো আমার ভীষণ ভালো লেগেছে। দর্শক উপভোগ করবেন।
ইদানীং মোশাররফ করিমের সঙ্গে আপনাকে বেশি দেখা যায়… দর্শক আমাদের জুটি পছন্দ করেন বলেই পরিচালকরা কাজ করেন। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই নিজেকে সমৃদ্ধ করি। তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এবারও ঈদে বেশ কিছু নাটকে আমরা জুটি বেঁধেছি। নাটকগুলো বেশ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।