সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার নতুন ছবি কথাসহ নানা বিষয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, সালামি অনেক পেয়েছি, ১ লাখ টাকার বান্ডিল ছাড়া ইদ সালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফটে পায় পরিবার থেকে বন্ধুদের থেকে। ঈদে পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয়।
নায়িকা আরো বলেন,অলরেডি ডুবাই থেকে শফিং করা হয়ে গেছে কত টাকা হয়েছে আমি জানি না। বিগ বাজেটের সিনেমায় ইতোমধ্যে সাইনিং হয়ে গেছে উল্লেখ করে মিষ্টি আরো বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুটি সিনেমা সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে, প্রযোজককে বলেছি— যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।
টাকার অভাবের কথা উল্লেখ করে নায়িকা আরো বলেন, ট্রাম্পেরও টাকার অভাব আছে, আমারও আছে।