1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

উড়ছে অপূর্ব-সাবিলার ‘রঙিলা ফানুস’

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৩১ বার পঠিত

বিনোদন ডেস্ক :: ঈদে ইউটিউবে মুক্তি পেয়েছে শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি। আর মাত্র এক সপ্তাহে ইউটিউবে নাটকটি দেখা হয়েছে ৫৬ লাখেরও বেশি বার। অবশ্য গত ১৮ আগস্টই নাটকটি অর্ধকোটির ঘর ছাড়িয়েছে।

নাটকটির এই সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকটি প্রথমে করতে চাইনি। কারণ, গল্প পড়ে মনে হলো এটা পিওর কমেডি। এই ঘরানার কাজ আমি আগে করিনি। এরপর গল্পটা শেয়ার করলাম অপূর্বর সঙ্গে। ও খুবই আগ্রহ দেখালো। মূলত ওর আগ্রহ দেখেই কাজটি করা। নাটকটি প্রকাশের ৮ দিনের মাথায় দর্শকরা যে পুরস্কার আমাদের দিয়েছে তাতে আমি মুগ্ধ। থ্যাংকস, অপূর্ব। তোমার কথাই সত্যি হলো। সাবিলা তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে স্বচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে।’

নাটকটির গল্পে দেখা যায়, গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই এক অদ্ভূত গৃহপরিচারিকার গল্প নিয়েই তৈরি ‘রঙিলা ফানুস’।

এটির চিত্রনাট্য লিখেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। নাটকটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘নাটকটির জন্য যে সাড়া পেয়েছি তা অবিশ্বাস্য। এর জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই অপূর্ব ভাইয়াকে। তিনি সব সময় আমাকে অসাধারণ কিছু কাজের সঙ্গে যুক্ত করেছেন। কৃতজ্ঞতা নির্মাতা শিহাব শাহীন ভাইকেও।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..