বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: লকডাউনে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন ছাড়া সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। আজ শনিবার সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনের ঘোষণা দেবার পর রেলমন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এলো। শনিবার দুপুরে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এর আগে, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় আগামী ৫ই এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।
সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ‘করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন।’