1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চলতি আসরে বায়ার্নের প্রথম জয়

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২০৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ালো কোলন; কিন্তু শেষরক্ষা হলো না। সের্গে জিনাব্রির জোড়া গোলে বায়ার্ন মিউনিখ পেল বুন্ডেসলিগায় চলতি আসরে প্রথম জয়ের স্বাদ। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রবিবার ৩-২ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

শুরু থেকে ম্যাচে অধিপত্য দেখালেও খুব একটা সুবিধা করতে পারছিল না টানা দশম লিগ শিরোপার অভিযানে থাকা দলটি। উজ্জীবিত ফুটবল খেলেলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি কোলনও।

দ্বিতীয়ার্ধে বদলে যায় সবকিছু। দুই গোলে পিছিয়ে পড়ার পর দুই মিনিটের মাথায় সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় বায়ার্ন; এসময় টমাস মুলারের বাঁ পায়ের শট লক্ষ্যে থাকেনি। ২৪তম মিনিটে নিকলাস সুলের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সফরকারী গোলরক্ষক টিমো হর্ন।

দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটের মধ্যে পাঁচবার মেলে জালের দেখা। দলের প্রয়োজনে আবারও জ্বলে ওঠেন লেভানদোভস্কি। ৫০তম মিনিটে গোলমুখে জামাল মুসিয়ালার পাস পেয়ে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার। আগের মৌসুমের ধারাবাহিকতায় এবার এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে চার গোল করলেন তিনি।

আট মিনিট পর কাছ থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। তবে তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৬০তম মিনিটে অঁতোনি মদেস্তের হেডে ব্যবধান কমার দুই মিনিটের মাথায় সতীর্থের ক্রস পেয়ে বাম পায়ের শটে সমতা টানেন মার্ক উথ। ৭১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আবার দলকে এগিয়ে নেন জিনাব্রি। এবার ডি বক্সের ডান প্রান্তে জসুয়া কিমিখের হেডে বাড়ানো বল পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এই জার্মান ফরোয়ার্ড।

শেষ দিকে মুলারের শট ও লেভানদোভস্কির হেড রুখে ব্যবধান বাড়তে দেননি কোলন গোলরক্ষক।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..