1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

মিডিয়া ছাড়লেন আরেক অভিনেত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: ধর্মে-কর্মে মন দেওয়ার জন্য ইতোমধ্যে তিন জন মডেল ও অভিনেত্রী শোবিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার একই উদ্দেশ্যে মিডিয়া জগত ছাড়লেন আরও এক অভিনেত্রী। তিনি ছোটপর্দার অভিনেত্রী মৌরি সেলিম। বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। মৌরি তার স্ট্যাটাস লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি

অভিনেত্রী বলেন, ‘আমার পরিবার খুবই ধার্মিক। তার পরও পরিবারের অমতে মিডিয়ায় কাজ করেছি। তখন পরিবারের শর্ত ছিল শুটিংয়ে পরিবারের কেউ সঙ্গে থাকবেন। পরে তারা দেখেছেন মিডিয়াকে বাইরে থেকে যেভাবে ভাবা হয় ভেতরে তেমন নয়। এখানে কাজের সুন্দর পরিবেশ। তাই পরে আর বাধা দেননি। কিন্তু মিডিয়ার সাম্প্রতিক ঘটনায় আবার পরিবার খুবই বিব্রত হচ্ছে। তাই তারা কাজ করতে না করছে। আমিও তাদের সঙ্গে একমত হয়েছি। অনেক কাজ করেছি। মিডিয়ায় আর কাজ না করলেও চলবে।মৌরি আরও বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাস।’

তাহলে এখন মৌরি কী করবেন? অভিনেত্রী জানান, তিনি ধর্মে-কর্মে মন দেবেন। তাদের পারিবারিক বায়িং ব্যবসা রয়েছে। সেটা দেখার পাশাপাশি নিজেও একটা অনলাইন ব্যবসা দাঁড় করাবেন। মৌরি সর্বশেষ আবু হায়াত মাহমুদের ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন। এর আগে অভিনেত্রী-মডেল সুজানা জাফর, এ্যানি খান এবং উপস্থাপক আমব্রিন ধর্মে-কর্মে মন দিতে মিডিয়া ছাড়ার ঘোষণা দেন। ঘোষণা মতো বহুদিন ধরে তারা মিডিয়ার বাইরে। এরা প্রত্যেকেই ব্যবসা এবং অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..