1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

যে পাঁচ রেকর্ডের অপেক্ষায় কোহলি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২১৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকেই খেলছেন বিরাট কোহলি। আর প্রথম থেকেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। সময়ের পরিক্রমায় তরুণ ব্যাটসম্যান থেকে ভিড়েছেন বিশ্বসেরার কাতারে। সামলাতে হচ্ছে বেঙ্গালুরু অধিনায়কত্বও। গড়েছেন অনেক রেকর্ড। এবছর আরসিবির হয়ে ওপেন করতে চলেছেন কোহলি।

অধিনায়ক হিসেবে কোহলির আইপিএল রেকর্ড ভালো না। তবে ব্যাটসম্যান হিসেবে দখলে রয়েছে একাধিক আইপিএল রেকর্ড। আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তিনি।

আসন্ন আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখলে আরো বেশ কয়েকটি রেকর্ড চলে আসতে পারে কোহলির দখলে। দেখে নেওয়া যাক আইপিএল-২০২১-এ নতুন যে রেকর্ডগুলো গড়তে পারেন আরসিবি অধিনায়ক__

১. ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেললেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আরসিবি অধিনায়ক।

২. আর মাত্র ১২২ রান করলেই কোহলি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

৩. ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০ হাজার টি-২০ রান থেকে ২৬৯ রান দূরে দাঁড়িয়ে বিরাট কোহলি।

৪. ৬টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আইপিএলে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর ইতিহাস গড়বেন বিরাট।

৫. ৪টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আরসিবির হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর নজির গড়বেন কোহলি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..