সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরের বিরলে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় একই জায়গায় এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ।