মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ছাড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন ব্যবসায়ী রাজ। প্রায় দুই মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত তিনি। এরপর থেকেই আড়ালে রয়েছেন। এবার সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিলেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি। গ্রেপ্তার হওয়ার আগে এই দুই মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন রাজ। স্ত্রী শিল্পার সঙ্গে মজার ভিডিও পোস্ট করতেন তিনি।
এদিকে কারামুক্ত হওয়ার পর এখনো শিল্পা ও রাজকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি কিছুদিন আগে সন্তানদের নিয়ে শিল্পা ছুটি কাটাতে গেলেও সেখানে ছিলেন না তার স্বামী। অনেকেই ধারণা করছেন— রাজের কাছ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা। এছাড়া এটি রাজ-শিল্পার সংসার ভাঙারও ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ।