শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: নির্মাণ সামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান বাজার দর বিশ্লেষণ র্পূবক সংশ্লিষ্ট কাজের দরপত্রের দর সমন্বয়কর প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় ঠিকাদার কল্যাণ সমিতিার উদ্যোগে মৌলভীবাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।
রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের প্রেসক্লাব সম্মুর্খে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঠিকাদার নাজিম উদ্দিন এর পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্বে করেন, ঠিকাদার মো: আকবর আলী। বক্তব্যে রাখেন, ঠিকাদার আব্দুল মুকিত,ঠিকাদার ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু,ঠিকাদার খায়রুজ্জাম্মান শ্যামল,ঠিকাদার, খসরু জাম্মান, ঠিকাদার জসিম উদ্দিন,ঠিকাদার মনসুরু জাম্মান,ঠিকাদার শাহিনুর রহমান শাহিন,খন্দকার কামাল প্রমুখ। এসময় ঠিকাদার আতাউর রহমান,ঠিকাদার,তাজুল ইসলাম, রাসেল আহমদ, মুকিদুর রহমান,মুবিন রাজাসহ জেলা সদর,বড়লেখা,জুড়ী,রাজনগর কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার ঠিকাদাররা উপস্থিত ছিলেন।