1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘ওমিক্রনে আক্রান্ত সেই দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ’

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।

তিনি বলেন, আক্রান্তদের কোয়ারেন্টাইনও শেষ পর্যায়ে। পরীক্ষায় নেগেটিভ ফল পেলেই তাদের বাসায় ফিরে যাওয়ার অনুমতি দিতে পারবো।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর আগের সপ্তাহের চেয়ে ১৪ হাজার ৬৪টি অর্থাৎ ১০ শতাংশ বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৬ জন, যা আগের সপ্তাহের চেয়ে ১২৬ জন বেশি। একই সময়ে ২৫ জনের মৃত্যু হয়, যা আগের সপ্তাহের চেয়ে দুজন কম। সামগ্রিকভাবে সপ্তাহটি ছিল স্বস্তিদায়ক।

তবে এ সংখ্যায় আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে অধ্যাপক ডা. নাজমুল হোসাইন বলেন, আমরা যদি ভালো প্রস্তুতি নেই তাহলে ওমিক্রন বা ওমিক্রন-পরবর্তী পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারবো। এক্ষেত্রে দেশবাসীকে করোনা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে মেনে চলতে হবে।

এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়। তাদের শনাক্তের মধ্যদিয়ে দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..