1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হয়েছে বিজিবি দিবস

  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ান সদরে দুপুর দেড়টায় আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগে বিজিবি’র সদস্য ও শ্রীমঙ্গল বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শরীর চর্চা প্রদর্শন। বেলা ৩টায় শ্রীমঙ্গল সেক্টর মাঠে বিজিবি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা । আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল ৪৬ ভিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার, মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের পিপি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী , শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊধর্তন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..