শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের অবসানের পথিকৃৎ আর্চবিশপ ডেসমন্ড টুটু আর নেই। তার বয়স হয়েছিল ৯০।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের জাতির সাহসিকতার একটি অধ্যায়ের অবসান ঘটল, যার কারণে আমাদের এই প্রজন্ম স্বাধীন দক্ষিণ আফ্রিকা পেয়েছে।’
ডেসমন্ড ১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ক্লার্কসডর্পে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।