বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : খালেদা জিয়ার কিছু হলে তার দায় একমাত্র এই সরকারকেই নিতে হবে বলে হুশিয়ারি জানিয়েছেন বিএনপি মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংলাপের নামে চলা প্রতারণা জনগণ আর মেনে নেবে না। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিএনপির সমাবেশের বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। একই কর্মসূচির অংশ হিসেবে কয়েক জেলায় সমাবেশ করে বিএনপি।
স্লোগানে মুখর মানিকগঞ্জের আউটার স্টেডিয়াম মাঠ। প্ল্যাকার্ড, ব্যানারে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলায় বিএনপি আয়েজিত সমাবেশ দুপুরে একটায় শুরু হওয়ার কথা থাকলেও ১১টার পর থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা৷ ছোট ছোট মিছিল জড়ো হয়ে, সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। সমবেত জনতার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের সময় শেষ হয়ে গেছে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করেন ফখরুল।