1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নতুন বছরে বিশ্বে যা ঘটতে পারে

  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৫৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নতুন বছরে পুরোনো বছরের অনেক ঘটনার রেশ থাকবে। করোনা মহামারির দুই বছর পার করেছে বিশ্ব। আগামীতে এই মহামারির প্রভাব কেমন হবে তা এখনো অনিশ্চিত। তারপরও অনেকে চাইবেন সামনে এগিয়ে যেতে, নতুন বছরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে। নতুন বছরে কী ঘটতে পারে তার একটি পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।

করোনা মহামারি নিয়ে ঐ পূর্বাভাসে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে কমপক্ষে সাড়ে ৬০০ কোটি মানুষের টিকা নেওয়ার সম্ভাবনা রয়েছে ৬৩ শতাংশ। নতুন বছরে বিশ্বে করোনায় মৃতু্য হতে পারে আরো ২৫ লাখ মানুষের, এই সম্ভাবনা ৫৩ শতাংশ। তবে আগামী বছরের শেষ নাগাদ ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব থাকার সম্ভাবনা কম।

বিশ্ব রাজনীতি নিয়ে করা পূর্বাভাসে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ, লুলা ডা সিলভা আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হতে পারেন এমন সম্ভাবনা ৬৮ শতাংশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আবারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা ৬৩ শতাংশ। নতুন বছর নিরাশার হতে পারে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য। তিনি ডাউনিং স্ট্রিট ছাড়তে বাধ্য হতে পারেন , যদিও সে সম্ভাবনা ৪৬ শতাংশ । আর ডেমোক্র্যাটদের মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা রয়েছে তলানিতে। বিশ্বের ব্যবসা ও অর্থনীতিতে তেমন কোনো সুখবর নেই ইকোনমিস্টের পূর্বাভাসে । যুক্তরাষ্ট্রে নতুন বছরে মুদ্রাস্ফীতি চার শতাংশ ছাড়ানোর সম্ভাবনা রয়েছে ৫২ শতাংশ ।

বিশ্বে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে নামার সম্ভাবনা খুবই কম , মাত্র ২১ শতাংশ। আগামী জুন নাগাদ বৈশ্বিক বিমান যোগাযোগ মহামারির আগের অবস্থায় ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ , মাত্র ১০ শতাংশ । ইকোনমিস্টের পূর্বাভাস অনুযায়ী নতুন বছরে বিশ্বে আরো কিছু ঘটনা ঘটতে পারে । ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাতে পারে । যদিও সে সম্ভাবনা কমই , ৪৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিধর দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে ফেরার সম্ভাবনা কম আর ইসরায়েল- ফিলিস্তিন শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা আরো কম। তেমনি তাইওয়ানে চীনের সামরিক অভিযানের সম্ভাবনা খুবই ক্ষীণ ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..