রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : নতুন বছরে খোলা চিঠি লিখেছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। মেয়ে অন্বেষার উদ্দেশে এ চিঠি লিখেছেন তিনি। মেয়ের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী।
মেয়েকে উদ্দেশ্য করে স্বস্তিকা লিখেছেন, ‘আমার ছোট্ট মেয়ে আমাকে আলো দেখায়, ভালোবাসা ও শক্তি যোগায়, শর্তহীনভাবে আমার পাশে দাঁড়ায়, আমার সঙ্গে লড়ে। তুমি আমাকে সাহসী করে তুলেছ। আমি তোমার সেরা মা হয়ে উঠতে পারিনি। বেশিরভাগ সময়ই আমি নিজের মনের সঙ্গে লড়াই করি। শিল্পীরা নরমাল হয় না। কিন্তু সেই সব সময় তুমি আমার পাশে থেকেছ।’
টালিউডের এ অভিনেত্রী আরও লেখেন, ‘তুমিই আমার আত্মা। ভালো খারাপ সবসময়ই আমি তোমার পাশে থাকব। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। যদি তা নাও হয় তাহলেও আমরা আমাদের সেরা চেষ্টা করব। আমরা একে অপরের সঙ্গে আছি। আজীবন একসঙ্গে থাকব। নতুন বছরের দিনগুলো আরও আলোয় ভরে উঠুক।’
বছরের শেষ দিনে মেয়েকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন স্বস্তিতা। লম্বা স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘আমরা ভালোবাসি উচ্চারণ না করেও একে অপরকে ভালোবাসা জানাতে পারি। তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর।’
গেল ১৩ ডিসেম্বর ছিল স্বস্তিকার জন্মদিন। ১৯৮০ সালের ওই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন এই সুন্দরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করেছেন। কলকাতার বাংলা ধারাবাহিক ‘দেবদাসী’ দিয়ে ছোটপর্দায় পা রাখেন এই অভিনেত্রী। এরপর ২০০২ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
টালিউডের সাহসী অভিনেত্রী হিসেবে বেশ নাম রয়েছে স্বস্তিকার। যেকোনো চরিত্রে সাবলীলভাবে নিজেকে মানিয়ে নেন। পর্দায় তার ভিন্নরূপ কেড়েছে অসংখ্য ভক্তদের হৃদয়। একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিল স্বস্তিকার। পরমব্রত চ্যাটার্জি, সৃজিত মুখার্জি, সুমন মুখার্জি, জিৎ, দিব্যেন্দু মুখার্জি, মীর আফসার আলি- টালিউডের একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও মীরের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক গুজব কি না, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে অনেকের মনে।