শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : গত বছরের মতো ২০২২ সালের শুরুটাও ভালো হয়নি দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের। প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে তৃতীয় হয়েছেন তিনি। এই প্রতিযোগিতায় সেরা হয়েছেন জামাল হোসেন মোল্লা।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কুর্মিটোলা গলফ কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে সেরা হন জামাল। ছয় শট কম খেলে রানার্সআপ বাদল হোসেইন। পারের চেয়ে সব মিলিয়ে চার শট কম খেলেছেন তৃতীয় হওয়া সিদ্দিকুর।
গত বছর খেলা শেষ প্রতিযোগিতা সামিট ওপেন গলফে রানার্সআপ হয়েছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। ওই আসরে সেরা হয়েছিলেন মোহাম্মদ সাইয়ুম। প্যারাগন গলফে সব মিলিয়ে পারের সমান শট খেলে পঞ্চম হয়েছেন তিনি।
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্বাবধানে আয়োজিত হয় আসরটি। এ আসরে অংশ নেন মোট ৮৪ জন পেশাদার গলফার ও ১৫ জন এ্যামেচার গলফার।