1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

সিলেটে করোনায় আরও ২ মৃত্যু, আক্রান্ত ৪৪৫!

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ বার পঠিত

সিলেট প্রতিনিধি :: সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত এবার আরও দুজন মারা গেছেন। আর শনাক্তের সংখ্যা এখন ক্রমেই বাড়ছে। একদিনে ৪৪৫ জন করোনাক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনাক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। তারা উভয়ই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। মৃতদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৯৪ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

এদিকে, সিলেটে চব্বিশ ঘন্টায় ৪৪৫ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৮.৩৪ ভাগ!

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯৯ জন, সুনামগঞ্জের ২১ জন, মৌলভীবাজারের ৭৬ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন।

বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৭ হাজার ১৪১ জন।

গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৬১ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ৩৪৯ জন।

বর্তমানে ৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..