1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‌‘ওরা আসলে অপেক্ষা করছিল কোহলি কখন ক্যাপ্টেন্সি ছাড়বে’

  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৫০৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে চর্চা চলছে সারা বিশ্বে। প্রতিক্রিয়া আসছে ক্রিকেটবিশ্বের প্রতিটি প্রান্ত থেকে। তবে রশিদ লতিফের মতো এমন হাওয়া গরম করা মন্তব্য কাউকে করতে দেখা যায়নি। প্রাক্তন পাক অধিনায়কের দাবি, যা ঘটেছে সেটা মোটেও যথাযথ নয়।

এক্ষেত্রে বিরাট কোহলিকে গ্লোবাল স্টার আখ্যা দিয়ে রশিদ আঙুল তুললেন রোহিত শর্মা, লোকেশ রাহুলদের দিকে। প্রাক্তন পাক তারকা মন্তব্য করেন যে, কোহলির পরে ক্যাপ্টেন হওয়ার যোগ্য ক্রিকেটার ভারতীয় দলে নেই। রোহিত শর্মা, লোকেশ রাহুলরা মোটেও নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।

এমনকি রোহিত-রাহুলরা লোক দেখানো প্রতিক্রিয়ায় ক্রিকেটপ্রেমীদের বিভ্রান্ত করছেন বলেও দাবি করেন লতিফ। তাঁর মতে, কোহলির পদত্যাগকে মোটেও মেনে নেওয়া উচিত হয়নি রোহিতদের। সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায় কোহলির সম্পর্কে ভালো ভালো কথা বলছেন রাহুলরা, আবার তাঁর নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টাকে মেনেও নিচ্ছেন। সব কিছু দেখে শুনে মনে হচ্ছে বুঝি রোহিতরা ওৎ পেতে বসেছিলেন কোহলির পদত্যাগ করার অপেক্ষায়। কেননা তাহলে তাঁদের ভাগ্যে শিকে ছিঁড়বে।

 

 

উল্লেখ্য, কোহলি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর ভারতীয় দলের নতুন নেতা হওয়ার প্রধান দুই দাবিদার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাই বিরাট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায় রোহিতরা খুশি হয়েছেন বলেই ইঙ্গিত করেন প্রাক্তন পাক ক্রিকেটার।

ইউটিউব শো কট বিহাইন্ডে রশিদ বলেন, ‘কোহলি একজন গ্লোবাল স্টার। তুমি কাকে এর পর ক্যাপ্টেন করবে? রোহিত ফিট নয়। ও গোটা দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গিয়েছে। সুতরাং, ও নিতান্তই আনফিট। লোকেশ রাহুল ক্যাপ্টেন হওয়ার যোগ্য নয়। তাছাড়া আমি খেলোয়াড়দের মানসিকতা ঠিক বুঝতে পারিনি। আমি সবার প্রতিক্রিয়া দেখলাম। রাহুল, রোহিত, সবাই বিষয়টা মেনে নিয়েছে। যদি তোমরা মনে করো যে কোহলি এতই ভালো, তাহলে কেন ওর পদত্যাগ মেনে নিলে? দেখে মনে হচ্ছে যেন তোমরা অপেক্ষা করছিলেন কোহলি কখন পদত্যাগ করবে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..