রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বিপিএলের একাদশ ম্যাচে খুলনা টাইগার্সের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের দলের সংগ্রহ ১৪১ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা দলপতি মুশফিকুর রহিম। ব্যাট হাতে শুরুটা সুবিধার হয়নি বরিশালের।
দলীয় ২৬ রানে ৬ বলে ১১ করে সাজঘরের পথ ধরতে হয় জ্যাক লিনটটকে। এরপর জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ক্রিস গেইল।
দলীয় ৬৪ রানে জিয়াউর বিদায় নিলে ফের একবার রানের চাকার গতি কমে বরিশালের। তবে সেটি বেশিক্ষণ টেকেনি। ক্রিস গেইল ফের বাড়ান রানের গতি। ব্যাট ছোটান হাফ সেঞ্চুরির দিকে।
কিন্তু হাফ থেকে ৫ রান দূরে থাকতেই তাকে থামিয়ে দেন সেকুগে প্রসন্না। ৩৪ বলে ৬ চার ও দুই ছক্কায় ৪৫ রান করা গেইল ফেরেন সৌম্য সরকারের হাতে ধরা দিয়ে। এরপর আর আশাজাগানিয়া ইনিংস উপহার দিতে পারেননি কেউই।
শেষতক ৯ উইকেট হারিয়ে ১৪১ রানের পুঁজি দাঁড় করায় বরিশাল।
খুলনার হয়ে দুটি করে উইকেট নেন কামরুল রাব্বি, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা। একটি করে উইকেট যায় মাহেদী হাসান, শরিফুল্লাহ ও সেকুগে প্রসন্নার ঝুলিতে।