সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন অভিনেত্রী পূর্ণিমা। এরপরেই খবর এলো এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার মেয়ে আরশিয়া উমাইজাও।
বুধবার পূর্ণিমার স্বামী ফাহাদ জামাল ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, মেয়ে উমাইজা করোনায় আক্রান্ত তবে দুজনেই মোটামুটি ভালো আছেন তবে, সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে হয় ফাহাদ ও পূর্ণিমার। এরপরিই তাদের কোল জুড়ে আসে উমাইজা।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা। ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হন এই নায়িকা। ২০ বছরের ক্যারিয়ারে এখনো ভক্তদের মাঝে দাপটের সঙ্গে জায়গা দখল করে আছেন এই অভিনেত্রী।