1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯৭

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে নতুন করে ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ। এদিন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬৩ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১৩৪ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৭, চন্দনাইশের ৫, পটিয়ার ৮, বোয়ালখালীর ৭, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ২৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১২, মিরসরাইয়ের ৩১, সীতাকুণ্ডের ১৫ ও সন্দ্বীপ উপজেলার ৩ জন রয়েছেন।

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৩০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ২৫৫ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..