মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : মাদারীপুরের শিবচর উপজেলায় নির্মিত হচ্ছে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এতে খুশি স্থানীয় বাসিন্দারা।
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক বলেন, ‘শিবচর এক সময় অবহেলিত ছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় এই চরাঞ্চলের উন্নয়নে সুবাতাস বইছে। নতুন রাস্তাঘাট হয়েছে। নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নতুন করে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণের অনুমোদন দেওয়া হলো। সারা দেশের মতো এই এলাকার নতুন প্রজন্ম প্রযুক্তি শিক্ষায় এগিয়ে যাবে।’
প্রকল্প এলাকার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর বলেন, ‘প্রকল্পটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এটি এলাকার উন্নয়নে নতুনত্ব আনবে।’
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, একনেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শিবচর শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।’
উল্লেখ্য, পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের পাশে শিবচর উপজেলার কুতুবপুর ও কাঁঠালবাড়ি ইউনিয়নের বড় কেশবপুরে ৭০ দশমিক ৩৪ একর জায়গায় গড়ে তোলা হবে এই স্থাপনা।