1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দীর্ঘদিন পর আবারো একসঙ্গে অপু বিশ্বাস-দিঘী

  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৮৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় একশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে শিশুশিল্পী হিসেবে পর্দায় আগমন ঘটে প্রার্থনা ফারদিন দীঘির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। মাঝে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন দীঘি। কিছুদিন আগে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কাজ করলেন অপু বিশ্বাস-দিঘী।তবে কোনো চলচ্চিত্রে নয়, আহাম ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা। বধূবেশে ক্যামেরাবন্দি হয়েছেন দুই প্রজন্মের দুই শিল্পী। তাদের সঙ্গে রয়েছেন মডেল বারিশ হক। তারই একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

আহাম ফ্যাশন হাউজের ব্রাইডাল শুটের জন্য বধূ সেজেছেন অপু-দীঘি। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর বারিধারায় আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তারা।অপু বিশ্বাস বলেন, ‘ছোট্ট সেই দীঘি এখন অনেক বড় হয়েছে। আমরা একসঙ্গে সিনেমায় কাজ করেছি। দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করলাম। আহাম নামের ফ্যাশন হাউজে আমরা একটি ব্রাইডাল শুট করেছি। স্বাস্থ্যবিধি মেনেই ফটোশুট করেছি। বেশ ভালো শুট হয়েছে।অন্যদিকে দীঘি বলেন, ‘ভারত থেকে ফিরেই আহাম ফ্যাশন হাউজের ফটোশুট করলাম। আহামের পোশাকগুলোও সুন্দর। ছবিগুলো দারুণ হয়েছে।আহামের কর্ণধার জীবন বলেন, ‘লকডাউনের মধ্যে পুরোপরি স্বাস্থ্যবিধি মেনে শুট করেছিল। খুব ভিড় রাখিনি। ঈদকে সামনে রেখে রোজার মধ্যেই যমুনা ফিউচার পার্কে ‘আহাম’ ফ্যাশন হাউজের শোরুম ওপেন করব।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..