শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরিদের ঐতিহ্য সমৃদ্ধ জিনিসপত্র নিয়ে গঠিত জাদুঘরের দেড়যুগ পুর্তিতে মনিপুরি সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। এতে মণিপুরীদের সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাওয়ে ‘চাউবা মেমোরিয়াল মনিপুরি ইন্টেলেকচ্যুয়াল প্রপারটি মিউজিয়াম’-এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান৷
এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, মনিপুরিদের আদি সংস্কৃতি রক্ষার পাশাপাশি গবেষণার কাজে এই মিউজিয়াম গুরুত্ব বহন করছে। জাদুঘরটির পরিধি বাড়াতে উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন প্রধান অতিথি।
পরে ঘণ্টাব্যাপী নিজস্ব নাচ-গান পরিবেশন করেন মনিপুরি তরুণ-তরুণীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘চাউবা মেমোরিয়াল মনিপুরি ইন্টেলেকচ্যুয়াল প্রপারটি মিউজিয়াম’-এর সহ উদ্যোক্তা সনাতন হামুম।
মনিপুরি জাতিসত্ত্বাকে ধরে রাখতে ২০০৬ সালে হামোম তনুবাবু নিজ বাড়ির চারটি কক্ষে গড়ে তুলেন এই জাদুঘর। এই জাদুঘরের মাধ্যমে তিনি তাদের সাংস্কৃতিক উপাদান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।