রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষ।
উপকূলবর্তী সমুদ্র উত্তাল না হলেও বাতাসের তীব্রতা বেড়েছে। বৃষ্টির কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে নামতে পারেননি।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আজ রোববার পটুয়াখালীর কলাপাড়ায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত আবহাওয়া এমন থাকতে পারে।
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে সাবধানে থাকতে বলা হয়েছে।