সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে প্রথবারের মতো সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন। লাল বলে আগুন ঝড়ানো ইবাদতের লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে নিজেকে প্রমাণ করে এই ফরম্যাটে স্থায়ী হওয়ার।
নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছিলেন। তার বোলিং তোপে কিউইদের মাটি থেকে টেস্ট জিতে ফিরেছিলো বাংলাদেশ।
সেই ইবাদত হোসেনই শর্টার ফরমেটে ঝলক দেখিয়েছেন বিপিএলে। তার এই আগ্রাসি বোলিংয়েই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হয়। অপেক্ষা এখন ওয়ানডে জার্সি গায়ে তোলার।
প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পাওয়া ইবাদত হোসেন সুযোগ পেলেই বল হাতে আগুন ঝড়াতে চান।
আফগানদের বিপক্ষে সিরিজ জিততে মুখিয়ে আছে পুরো দল।
সোমবার ছিলো না অনুশীলন, বাংলাদেশ দল সময় কাটিয়েছে টিম হোটেলে। সবকিছু ঠিক থাকলে আফগান বধের মিশনে কাল অনুলীলনে নামবে বাংলাদেশ।