1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আজ Tuesday-এর পাশাপাশি TWOsday-ও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : এমন অনেকগুলো দিন হয় যা অজান্তেই বিরল কিংবা বিশেষ হয়ে ওঠে। যেমন আজকের দিনটি। এই দিনগুলোকে বলা হয় প্যালিনড্রোম এবং অ্যাম্বিগ্রাম। প্যালিনড্রোম হলো এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা শুরু বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না; বা সংখ্যার মান একই থাকে।

অ্যামবিগ্রাম হলো এক ধরনের গ্রাফিক্যাল চিত্র বা লেখা যা একটি শব্দকে শুধুমাত্র এক দিক থেকে বানান করে না বরং অন্য আরেকটি দিক বা অরিয়েন্টেশন থেকেও একইভাবে বানান করতে পারে। অর্থাৎ যে শব্দ বা বাক্যকে একদিক থেকে পড়লে যেমন দেখায় উল্টা দিক থেকেও একই রকম দেখায় তাকে অ্যামবিগ্রাম বলে।

আজকের দিনটি যদি দেখা যায় তাহলে আজ হল, ২২ ফেব্রুয়ারি ২০২২। অর্থাৎ সংখ্যায় লিখলে হয়- ২২.০২.২০২২। আরও সরলীকরণ করলে ২২০২২০২২। আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও।

অনেকে আবার আজকের দিন দেখে বলেছেন আজ Tuesday (মঙ্গলবার) শুধু নয়, আজ TWOsday-ও। ভেবে দেখলে সত্যিই আজ ২-এরই দিন। এমন দিনকে বিরল হিসেবেই দেখা হয়ে থাকে।

তবে ‘মাস-দিন-বছর বিন্যাসে বর্তমান শতাব্দীতে এমন প্যালিনড্রোমিক দিন রয়েছে ৩৬টি। প্রথমটি (১ জানুয়ারি, ২০০১ থেকে ৩১ ডিসেম্বর, ৩০০০), দ্বিতীয়টি ২ অক্টোবর, ২০০১ (১০) -০২-২০০১) এবং শেষ দিনটি হবে ২২ সেপ্টেম্বর, ২২৯০ (০৯-২২-২২৯০)। অন্যদিকে দিন-মাস-বছর বিন্যাসে বর্তমান শতাব্দীতে ২৯টি প্যালিনড্রোম দিন রয়েছে।

প্রথমটি ছিল ১০ ফেব্রুয়ারি ২০০১ (১০-০২-২০০১) আর এরপর ২৯ ফেব্রুয়ারি ২০৯২ (২৯-০২-২০২৯) একুশ শতকের শেষ প্যালিনড্রোমিক দিন হবে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..